জেলা
বালি বোঝাই তিনটি ট্রাক্টর আটক পুলিশের
সংবাদ সফর, আসানসোল: মুখ্যমন্ত্রীর হাজারও নিষেধাজ্ঞা সত্ত্বেও বালি পাচার বন্ধ হচ্ছে কই? এমনই প্রশ্ন উঠেছে জনমানসে। আসানসোলের বারাবনি থানার পুলিশ অভিযান চালিয়ে তিনটি বালি বোঝাই ট্রাক্টর টলি সহ তিনজনকে আটক করে।ট্রাক্টরগুলি অজয় নদ থেকে আসছিল। বালি বোঝাই ট্রাক্টরগুলিকে আটক করে পুলিশ। বালির কোনও বৈধ চালান বা কাগজপত্র দেখাতে পারেনি ওই গাড়ির চালকেরা। ফলে তিনটি বালি বোঝাই ট্রাক্টর সহ তিনজন চালককে বারাবনি থানায় নিয়ে আসে পুলিশ। শুক্রবার ধৃত গাড়ির চালকদের আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাঁদের নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। আপাতত ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।