শিল্পাঞ্চল

বোধনেই বাজে বিসর্জনের বাজনা

সংবাদ সফর, আসানসোল: একদিনের পুজো। দেবীর বোধনেই বাজে বিসর্জনের বাজনা। মহালয়ার দিনে পশ্চিম বর্ধমান জেলার হিরাপুর থানার অন্তর্গত ধেনুয়া গ্রামে এই পুজো শুরু হয়েছিল ১৯৭৯ সালে। পুজোর সূচনা করেন কালীকৃষ্ণ সরস্বতী। হাত ধরে। কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুর ছিলেন একজন ব্রাহ্মণ পণ্ডিত। ১৯৭৯ সালে মহালয়ার দিনে একদিনের দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেন কালীকৃষ্ণ। গ্রামবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে একটি ছোট মন্দির তৈরি করেন।
কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুরের মৃত্যুর পর তার পুত্র তরুণ সরস্বতী ঠাকুর পুজোর দায়িত্ব নেন। তবে এখানে দেবীর প্রচলিত রূপের দেখা মিলবে না। দেবীর দুপাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই। দেবী পার্বতীর দুই সখী জয়া ও বিজয়া থাকেন।
কথিত রয়েছে, সাধক তেজানন্দ ব্রহ্মচারী সাধনা বলে মায়ের এই বিশেষ রূপ অবলোকন করেছিলেন। এই পুজোয় একদিনেই দেবীর সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো সম্পন্ন হয়। পরে দেবীর মঙ্গল ঘট বিসর্জন দেওয়া হয়। মহালয়ায় পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় পুজোর প্রাক-আনন্দে মেতে ওঠেন মানুষজন। অন্যদিকে হিরাপুর থানার ধেনুয়া গ্রামের কালীকৃষ্ণ যোগাশ্রমে বোধনের পাশাপাশি দেবীর বিসর্জন পর্ব সম্পন্ন হয় একই দিনে। এই পুজো ঘিরে আশপাশ তো বটেই, ভিন জেলার মানুষও ভিড় করেন এখানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button