জেলা
বাজারে অভিযান টাস্ক ফোর্সের

সংবাদ সফর, আসানসোল: বাজার অভিযানে নামল ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স। শুক্রবার বরাকর ও নিয়ামতপুর বাজার পরিদর্শন করেন সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকরা। বাজারে আলু পেঁয়াজসহ কাঁচা শাকসবজির দাম খতিয়ে দেখেন তারা। একইসঙ্গে পাইকারি ও খুচরা বাজারের দামের বিচার বিশ্লেষণ করেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। এ ব্যাপারে কৃষি বিপণন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিলীপ মন্ডল জানান, বাজারে কাঁচা আনাজপাতির দাম নিয়ন্ত্রণে রয়েছে। তার কথায়, পেঁয়াজের দাম কিছুটা উঠানামা করছে। ইতিমধ্যে বাজারে নতুন শাকসবজির জোগানও বাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে বাজারের দাম নিয়ন্ত্রণে এসে যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।