মদ, জুয়ার ঠেকের প্রতিবাদ, আগুন পুড়ল প্রতিবাদীর গাড়ি!

সংবাদ সফর, দুর্গাপুর, ১০, জুন: বাড়ির পাশেই মদ জুয়ার ঠেক। প্রতিবাদ করতেই দুষ্কৃতিদের হামলার মুখে পড়তে হল স্থানীয় বাসিন্দাদের। প্রতিবাদীর গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগও ওঠে। মঙ্গলবার এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর নগর নিগমের ৪১ নং ওয়ার্ডের মহানন্দা কলোনিতে দীর্ঘদিন ধরে বসবাস করেন সুবীর সরকার। তার বাড়ির পাশেই একটি পার্ক রয়েছে। সেখানেই মদ,জুয়ার আসর বসে। এখানেই শেষ নয়। সেখানে চিৎকার, চেঁচামেচি তো বটেই, অশ্রাব্য গালিগালাজও চলে বলে অভিযোগ। অতিষ্ট হয়ে মঙ্গলবার পার্কের ভেতরে এসবের প্রতিবাদ জানান সুবীরবাবু। আর তাতেই ওইসব দুষ্কৃতীরা তার ওপর হম্বিতম্বি করতে শুরু করে। অগত্যা পাড়ার ক্লাবের সদস্যদের শরণাপন্ন হন তিনি। ক্লাব সদস্যদের দু একজনকে সঙ্গে নিয়ে পার্কের ভেতরে ঢোকেন সুবীরবাবুরা। কিছুক্ষণের মধ্যে স্থানীয় কোক ওভেন থানার পুলিশ সেখানে ছুটে আসে। পুলিশ দেখে বেশ কয়েকজন সেখান থেকে চম্পট দিলেও বাকিরা থেকে যায়। তাদের সঙ্গীসাথীদের একটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। আর তারই পরিপ্রেক্ষিতে পুলিশের সামনেই সুবীরবাবুদের দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন ওইসব দুষ্কৃতীরা বলে অভিযোগ। এসবের জেরে ক্ষিপ্ত দুষ্কৃতীরা গভীর রাতে বাড়ির সামনে রাখা সুবীরবাবুর চারচাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে ফের পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এ ব্যাপারে সুবীরবাবু সহ স্থানীয় মানুষজনের অভিযোগ, এ ধরনের দুষ্কৃতিদের উৎপাতে পরিবার পরিজন নিয়ে এলাকায় থাকা মুশকিল হয়ে পড়েছে। এমনকি ওইসব দুষ্কৃতিদের এ হেন কাণ্ডে সরকারবাড়ির সদস্যদের প্রানহানিও ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। আপাতত এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।