বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, বিক্ষোভ অবরোধে এলাকাবাসী

সংবাদ সফর, আসানসোল: বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি বাঁধল সালানপুরে। তারই জেরে বিক্ষোভ অবরোধে নামেন স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, শনিবার রাতের দিকে একটি ওভারলোডেড ট্রাক যাওয়ার সময় সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত জিতপুর পঞ্চায়েতের কুসুমকানালি মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে। বিদ্যুতের খুটিটিও ভেঙে যায়। তবে রাতের দিকে ঘটনাটি ঘটায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান সাধারণ মানুষজন। এ ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়ে এলাকা। রবিবার সকালেও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্তাকর্মীদের দেখা মেলেনি। ফলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, রাতের দিকে ওভারলোডেড যানবাহনের আনাগোনা বাড়ে। আর এসবের ফলেই এ ধরনের ঘটনা ঘটছে বলে জানান এলাকার বাসিন্দারা। এদিকে, ওই তার সরানোর ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যুৎ দফতর ও পুলিশ প্রশাসনের হেলদোল না থাকায় দুর্ঘটনার আশঙ্কায় নিজেরাই রাস্তা বন্ধ করে দেন তারা। ঘন্টা তিনেক পরে তার সরানোর পাশাপাশি নতুন বিদ্যুতের খুঁটি বসানোর কাজে হাত লাগান সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা। এরপরেই অবরোধ তুলে নেন স্থানীয় মানুষজন।