অটো, টোটোর বেআইনি পার্কিংয়ে জেরবার মানুষজন

সংবাদ সফর, ২৫ মার্চ, আসানসোল: পুলিশি নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার। নো পার্কিং বোর্ড লাগানো সত্বেও যত্রতত্র অটো টোটোর ভিড় বাড়ছে। ফলে প্রতিনিয়ত যানজটের মুখে পড়ছেন সাধারণ মানুষজন। প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল টোটো ও অটো চালকদের। মানা হচ্ছে না “নো পার্কিং বোর্ড” বাড়ছে রাস্তায় জ্যাম। বহু চেষ্টা করার পরেও পুলিশ প্রশাসন ব্যর্থ,কিছুতেই যানজট মুক্ত হচ্ছে না সালানপুর ব্লকের রূপনারায়নপুর ডাবরমোড় সংলগ্ন মোড়ে এ ধরনের অবৈধ পার্কিংয়ে ক্ষোভ বাড়ছে তাদের। কিছুদিন আগেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রূপনারায়নপুর ডাবর মোড়ের বিভিন্ন জায়গায় জায়গায় “নো পার্কিং বোর্ড” লাগানো হয়। রাস্তার দুপাশে অযথা দাঁড়িয়ে থাকা টোটো, অটো সহ বিভিন্ন যানবাহন চালকদের পুলিশের পক্ষ থেকে নো পার্কিং জোনে গাড়ি লাগানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাতেও পরিস্থিতি বদল হয়নি। এ ধরনের অবৈধ পার্কিংয়ের ফলে সাধারণ মানুষজন প্রতিনিয়ত যানজটের মুখে পড়ছেন। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরব হয়েছেন তারা। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।