স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে বন্ধ রাস্তার কাজ
সংবাদ সফর, আসানসোল: স্থানীয় মানুষজনের বিক্ষোভে বন্ধ হল রাস্তার কাজ। আসানসোলের সালানপুর ব্লকে পূর্ত দফতরের বরাদ্দকৃত প্রায় তিন কোটি টাকা খরচ করে সিদাবাড়ি থেকে আল্লাডি মোড় পর্যন্ত এই রাস্তা তৈরি করা হচ্ছে। পেপার ব্রিক্স দিয়ে নির্মাণের কাজ চলছে। কিন্তু আল্লাডিতে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ পুরনো রাস্তার থেকে প্রায় ২ফুট উঁচু করে রাস্তার নির্মাণ করা হচ্ছে। ফলে বর্ষার জল রাস্তা থেকে বাড়িতে দোকানে ঢুকে পড়ছে। আর তাতেই সমস্যায় পড়েছেন স্থানীয় দোকানদার থেকে শুরু করে গ্রামের মানুষজনেরা। তাদের বক্তব্য, টানা কয়েক দিন বৃষ্টি পড়ার ফলে রাস্তার জল ঢুকে পড়ছে বাডিঘর সহ দোকানে। এ ব্যাপারে বার বার সংশ্লিষ্ট ঠিকাদারকে ২ ফুট গর্ত খুঁড়ে পেপার ব্রিক্স বসানোর কথা বলা হয়। কিন্তু সে কথায় কর্ণপাত করেননি ঠিকাদার । স্থানীয় মানুষজনের সমস্যার সত্ত্বেও নিজের মতো করে কাজ করে যাচ্ছেন। ফলে একপ্রকার বাধ্য হয়েই রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান তারা বলে জানান স্থানীয় বাসি¨ারা। তারা দাবি, নিচে ২ ফুট গর্ত খুঁড়ে রাস্তার নির্মাণ করতে হবে। তা না হলে আন্দোলন চলবে বলে জানান তারা। তবে ঠিকাদার সংস্থার সুপারভাইজার জানান, রাস্তার পাশেই নর্দমা নির্মাণ করার কাজও রয়েছে। তাই এখন সামান্য অসুবিধা হলেও ভবিষ্যতে তাদেরই সুবিধা হবে। তবে ঠিকাদার তাদের অসুবিধার কথা না শুনে নিজের মত করে কাজ করে যাচ্ছে।যার ফলে শুক্রবার দিন রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।তারা দাবি জানায় অবিলম্বে ২ফুট গর্ত খুঁড়ে রাস্তার নির্মাণ করা হোক।না হলে তাদের আন্দোলন চলবে।তবে ঠিকাদার সংস্থার সুপারভাইজার জানান তাদের রাস্তার পাশেই নর্দমা নির্মাণ করার কাজও রয়েছে। তাই বর্তমানে সামান্য সমস্যা হলেও পরে তাদেরই সুবিধা হবে বলে মত ওই সুপারভাইজারের।