পুজোপ্রস্তুতি বৈঠক পুলিশ প্রশাসনের

সংবাদ সফর, দুর্গাপুর: সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করতে তৎপর পুলিশ প্রশাসন। তারই লক্ষ্যে মঙ্গলবার অন্ডাল বিডিও অফিসের হলে পুজো প্রস্তুতি বৈঠক আয়োজন করা হয়। দুর্গাপুরের সার্কেল ইন্সপেক্টর (বি)- র তত্ত্বাবধানে এই বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লক আধিকারিক, ট্রাফিক গার্ডের ওসি, বন বাহাল আউট পোস্টের আইসি, ফায়ার ব্রিগেড ও বিদ্যুৎ বিভাগের কর্তাব্যক্তি, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। এদিন, এই বৈঠকে সুষ্ঠুভাবে দুর্গাপুজো ও মহাবীর ঝান্ডা আখাড়ার অনুষ্ঠান সম্পাদন করতে উদ্যোক্তাদের আবেদন জানানো হয়। একইসঙ্গে উৎসব সংক্রান্ত সরকারি বিধিনিষেধের ব্যাপারেও বিস্তারিত আলোকপাত করেন সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকরা। মঙ্গলবার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির উদ্যোগে হিন্দুস্তান কেবলসের শ্রমিক মঞ্চে পুজো প্রস্তুতি বৈঠকের আয়োজন করে পুলিশ প্রশাসন। এই বৈঠকে সরকার অনুমোদিত ৫০ টি পূজো কমিটির সদস্যরা ছাড়াও অন্যান্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসিপি কুলটি এস কে জাবেদ হুসেন, সৌরভ চৌধুরী, সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, সংশ্লিষ্ট পঞ্চায়েতের কর্তাব্যক্তি সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উৎসবের দিনে সার্বিকভাবেই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকারি বিধিনিষেধ পালনে বিষয়ে বিশেষ জোর দেন প্রশাসনের আধিকারিকরা।