কয়লা পাচার মামলার চূড়ান্ত চার্জ গঠন কবে? প্রশ্ন জনমানসে

সংবাদ সফর, আসানসোল: কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গ্রহণ কবে হবে? এমনই প্রশ্ন ওঠাই স্বাভাবিক জনমানসে। ফের আদালতে পিছিয়ে গেল এই মামলার চার্জ গঠন প্রক্রিয়া। আগামী ১০ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন সিবিআই এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। নির্দেশ মোতাবেক সোমবারও চার্জ গঠনের লক্ষ্যে আসানসোল সিবিআই আদালতে এজলাস বসে। কিন্তু সকাল থেকেই টানাপোড়েন শুরু হয়ে যায়। কারণ এদিন এই মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে সরাসরি আদালতে পেশ করা যায়নি। সেক্ষেত্রে সিবিআই আদালতের তরফে ইমেইল মারফত কলকাতা প্রেসিডেন্সি জেলে বিকাশ মিশ্রকে ভার্চুয়ালি পেশ করার আর্জি জানানো হয়। এসবের টানাপোড়েনে তিন তিনবার এজলাস বসে। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। শেষমেষ ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী দিন ধার্য করেন বিচারক রাজেশ চক্রবর্তী।
উল্লেখ্য, গত রবিবার একটি পকসো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করে কলকাতার কালীঘাট থানার পুলিশ। সোমবার তাকে বিশেষ পক্ষ আদালতে পেশ করা হয়। সেখানে অভিযুক্ত বিকাশকে ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন সংশ্লিষ্ট বিচারক। ফলে গ্রেফতারির জটিলতায় তাকে আসানসোল সিবিআই আদালতে সশরীরে পেশ করানো যায়নি। সেক্ষেত্রে এই কয়লা পাচার মামলার চার্জ গঠন প্রক্রিয়া ফের পিছিয়ে গেল। উল্লেখ্য, এই মামলায় ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র ফেরার। আরেক অভিযুক্তের মৃত্যু হয়েছে। ফলে সব মিলিয়ে এই মামলায় অভিযুক্ত তালিকায় রয়েছেন ৪৮ জন। এদিন, বিকাশ মিশ্রের অনুপস্থিতির কারণে চূড়ান্ত চার্জ গঠন করা যায়নি বলে অভিযুক্তদের আইনজীবী শেখর কুন্ডু সোমনাথ চট্টরাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জানান।