মহাসমারোহে কুইজ প্রতিযোগিতা ‘ কোয়েস্ট’ এর সূচনা হল শিল্পাঞ্চলে

সংবাদ সফর, দুর্গাপুর, ১২, জুলাই: মহাসমারোহে সূচনা হল কুইজ প্রতিযোগিতার। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নামবালাম, মহকুমাশাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, জাতীয় শিক্ষক ডঃ কলিমুল হক, ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে, ক্যুইজ মাস্টার ডঃ দেবদাস কর্মকার সহ জেলার শিক্ষা জগতের বিশিষ্টজনেরা। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় এ বছর পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলার ১৪০টি স্কুলের প্রায় ১৪০০ অংশ নেন। গতবারে মোট ৮৪টি স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এবার এই প্রতিযোগিতায় স্কুল সহ পড়ুয়াদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন উদ্যোক্তারা। একইসঙ্গে আগামী বছরে তিনদিনের রাজ্যস্তরের কুইজ প্রতিযোগিতার পরিকল্পনার কথা অনুষ্ঠানের স্বাগত ভাষণে জানান দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে। একইসঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী সহ-শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানান তিনি। বর্তমান মোবাইল আসক্তির যুগে এ ধরনের কুইজ প্রতিযোগিতা পড়ুয়াদের মানসিক বিকাশের সহায়ক হবে বলে জানান উপস্থিত বিশিষ্টজনেরা। উল্লেখ্য, দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে শনিবার ‘দুর্গাপুর সম্মান, ২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিল্পাঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট মানুষজনদের সংবর্ধনা ও সম্মান প্রদান করা হবে ক্লাব সমন্বয়ের তরফে। এসবের পাশাপাশি সৃজনী প্রেক্ষাগৃহে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একেবারে সূচনা পর্বে কুইজ প্রতিযোগিতা সহ সন্ধ্যেবেলায় ক্লাব সমন্বয়ের এই অনুষ্ঠানে অংশ নেবেন বিশিষ্ট আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায়। বলাই বাহুল্য, শনিবার কুইজ প্রতিযোগিতা ঘিরে ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা সহ অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।