ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে চাকরিহারারা

সংবাদ সফর, ৯ এপ্রিল, আসানসোল: ডি আই অফিসে তালা ঝোলালেন চাকরিহারারা। বুধবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষা কর্মীদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় শহরে। এদিন পশ্চিম বর্ধমান জেলা বিদ্যালয় পরিদর্শকের (ডিআই) কার্যালয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। ক্ষুব্ধ শিক্ষকরা ডিআই অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেন। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক ভবনের বারান্দায় ধর্নায় বসে স্লোগান দিতে থাকেন চাকরিহারারা। উল্লেখ্য, বুধবার শনি মন্দির থেকে চাকরি হারা শিক্ষক-শিক্ষিকাদের একটি বিশাল মিছিল শুরু হয়ে এসবি গরাই সড়ক ধরে সুকান্ত ময়দানে গিয়ে থামে। একদিকে তীব্র গরম, অন্যদিকে মানসিক চাপে রাস্তাতেই চাকরিহারাদের বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের ঘোষণায়
প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা মজুত রাখা হয়। র্যাপিড অ্যাকশন ফোর্স সহ বিশাল পুলিশ বাহিনী রাখা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। সেক্ষেত্রে সমস্যা সমাধানে সরকার সহ আদালতকে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে থাকেন তারা। একইসঙ্গে এদিন তাদের বেতন বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেন চাকরিহারারা। বুধবার বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকাদের তরফে নিয়োগ দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি এসব নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নীরবতায় ক্ষোভপ্রকাশ করেন তারা। তারই প্রতিবাদে ডিআই অফিসে তালা ঝোলানো হয়েছে বলে জানান চাকরি হারা শিক্ষক সহ শিক্ষাকর্মীরা।