জেলা
যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
সংবাদ সফর, আসানসোল: যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হিরাপুরে। মৃতের নাম ধমু বাউরি। শনিবার রেল লাইনের পাশের জঙ্গলে হিরাপুরের রাঙাপাড়ার ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিরাপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃত ধমু বাউরি আদতে পুরুলিয়া জেলার বাসিন্দা।কিন্ত গত দু বছর ধরে ধরমপুরে শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। এখানে দিন মজুরের কাজ করতেন ধমু। মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয়েছে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে ব্যক্তিগত শত্রুতার জেরেই এ ঘটনা বলে অনুমান পুলিশের।