জেলা
পঞ্চাশতম বর্ষপূর্তি রেড ক্রশের
সংবাদ সফর, দুর্গাপুর: পঞ্চাশতম বর্ষ পূর্তি পালন করল দুর্গাপুর রেড ক্রশ সোসাইটি। রবিবার এই বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস পোন্নামবালাম, সোসাইটির দুর্গাপুর শাখার চেয়ারম্যান তথা মহকুমাশাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ শিল্পাঞ্চলের বিশিষ্টজনেরা। এদিন, নগর নিগমের কনফারেন্স হলে উপস্থিত সকলেই জন কল্যানমূলক কাজে রেড ক্রশ সোসাইটির অবদানের প্রশংসা করেন। একইসঙ্গে আগামীদিনে সোসাইটির জনসেবার ক্ষেত্র প্রসারে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন রাজ্যের মন্ত্রী সহ অন্যান্য বক্তারা।