জেলা
নেত্রীর নির্দেশে পাঠানো হল ত্রাণসামগ্রী
সংবাদ সফর, দুর্গাপুর: বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাঁকুড়া জেলার ওন্দা ও পাত্রসায়র এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজনেদের জন্য ত্রাণ পৌঁছানোর তোড়জোড় শুরু করেন সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বুধবার ত্রাণসামগ্রী ভর্তি ট্রাক রওনা দেয় বন্যা দুর্গত এলাকায়। প্রবল বর্ষণ সহ ডিভিসির জল ছাড়ার কারণে দামোদর তীরবর্তী বহু গ্রাম প্লাবিত হয়। গত সোমবার ওই সমস্ত এলাকা পরিদর্শন করেন খোদ মুখ্যমন্ত্রী। তারই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশে এদিন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির তরফে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হয়।