‘রান ফর ডায়াবেটিস’ শীর্ষক ম্যারাথন সম্পন্ন হল শিল্পাঞ্চলে

সংবাদ সফর, দুর্গাপুর: নেতাজির ১২৮তম জন্মদিবসে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার লায়ন্স ইন্টারন্যাশনাল ও জংশন মলের যৌথ উদ্যোগে আয়োজিত এই দৌড়ে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশ নেন। তবে দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের অংশগ্রহণে সিটি সেন্টারে জংশন মল থেকে শুরু হওয়া এই ম্যারাথনে আলাদা মাত্রা যোগ করে। ‘রান ফর ডায়াবেটিস’ শীর্ষক এই ম্যারাথনে পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খন্ডের প্রতিযোগীরাও অংশ নেন বলে জানান উদ্যোক্তারা। পাঁচ কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেন বিজয় কুমার সিং। সঞ্জিত কুমার শর্মা ও শুভদীপ গড়াই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন। সফলদের নগদ আর্থিক পুরস্কার সহ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শংসাপত্র প্রদান করা হয় উদ্যোক্তাদের তরফে। ‘রান ফর ডায়াবেটিস’ শীর্ষক ম্যারাথন প্রসঙ্গে লায়ন্স ইন্টারন্যাশনাল ও জংশন মলের তরফে বিপ্লব চট্টোপাধ্যায়, অরিজিৎ চট্টোপাধ্যায়রা জানান, ডায়াবেটিস বা মধুমেহ রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার থেকে প্রতিবছর নেতাজির জন্মদিবসেই এই ম্যারাথনের আয়োজন করা হবে বলে জানান তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, অজিত মালাকার, সন্দীপ সোম সহ বিশিষ্টজনেরা।