পরিবেশ রক্ষায় দৌড় প্রতিযোগিতা শিল্পাঞ্চলে

সংবাদ সফর, দুর্গাপুর: দূষণ চিন্তা বাড়াচ্ছে। আগামীদিনে দূষণের মাত্রায় দিল্লিকেও ছাড়িয়ে যেতে পারে দুর্গাপুর। এমনই আশঙ্কা করছেন পরিবেশ বিজ্ঞানী সহ প্রকৃতিপ্রেমীরা। এই আবহে শিল্পাঞ্চলের পরিবেশ, প্রকৃতি রক্ষায় এগিয়ে এল দুর্গাপুরের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান ডিএসএমএস গ্রুপ। এই প্রতিষ্ঠানের তরফে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব প্রচারে ‘রান ফর এনভায়রনমেন্ট’ শীর্ষক একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি সকাল সাড়ে সাতটায় কলেজ ক্যাম্পাস থেকে এই দৌড় শুরু হবে। বিধাননগরের বিস্তীর্ণ অঞ্চল, আড়া সহ মোট ১০ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি মহিলা প্রতিযোগীরাও অংশগ্রহণ করবেন। এই ম্যারাথনের সফল প্রতিযোগীদের জন্য মোট ২ লক্ষ টাকার নগদ পুরস্কার রাখা হয়েছে। একইসঙ্গে এই দৌড়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের প্রত্যেককেই মেডেল শংসাপত্র ও টি-শার্ট দেওয়া হবে বলে শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়।
এদিন, ডিএসএমএস কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সম্মেলনে দুর্গাপুরের অতিমাত্রায় দূষণ নিয়ে চিন্তা ব্যক্ত করেন ডিএসএমএস গ্রুপের শিউলি মুখোপাধ্যায়, ডঃ মৌমিতা কর। একইসঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে শহরে উন্নয়নের নামে নির্বিচারে বৃক্ষচ্ছেদন নিয়েও কার্যত হতাশাপ্রকাশ করেন তারা। সেক্ষেত্রে শহর শিল্পাঞ্চলের দূষণরোধ সহ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের ওপর জোর দেন ডিএসএমএস সহ এই কর্মসূচির সহযোগী সংস্থার কর্তাব্যক্তিরা।