মঙ্গলে প্রাণের খোঁজ চালানো হবে, জানালেন ডঃ সুব্বা অরুণাম
সংবাদ সফর, দুর্গাপুর: মঙ্গলে প্রাণের সন্ধান চালানো হবে। বুধবার দুর্গাপুরে এমনটাই জানালেন ইসরোর মার্শ অরবিটার মিশনের পরিচালক ডঃ সুব্বা অরুণাম। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে বেসরকারি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে পদ্মভূষণ প্রাপ্ত ডঃ অরুণাম বলেন, এখনও মঙ্গলে প্রাণের সন্ধান মেলেনি। কিন্তু ভবিষ্যতে এই গ্রহে প্রানের সন্ধানে খোঁজ চালানো হবে। তার কথায়, মার্স অরবিটার মিশনের মাধ্যমে ওই গ্রহের খুঁটিনাটি তথ্য সংগ্রহের কাজ চলছে। এই মিশনের কিছু সমস্যার কারণে অনেক কিছুই এখনও জানা যায়নি। তবে এই গ্রহের তথ্যানুসন্ধানে সংশ্লিষ্ট বৈজ্ঞানিকরা পুরোদস্তুর গবেষণা চালিয়ে যাচ্ছেন। এই মিশনে মঙ্গলের সম্পূর্ণ ভৌগোলিক চিত্র মিলবে বলেও আশাবাদী ডঃ অরুণাম।
এদিন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী পড়ুয়াদের মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। পাশাপাশি এ বিষয়ক বিভিন্ন তথ্যও তুলে ধরেন ইসরোর ওই বৈজ্ঞানিক। সৃজনী প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টর তরুণ রায়, সত্যজিৎ বসু সহ অন্যান্য বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।