জেলা

শারদ সম্মান প্রদান প্রশাসনের

সংবাদ সফর, আসানসোল: প্রতিবছরের মতো এবারও বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার প্রদান করল প্রশাসন। বুধবার আসানসোলে মন্ডপ, প্রতিমা সহ বিভিন্ন বিভাগে সফল পুজো কমিটির হাতে পুরস্কার সহ-শংসাপত্র তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। এ বছর জেলায় সেরা পুজোর সম্মান লাভ করেছে দুর্গাপুরের চতুরঙ্গ পূজা কমিটি, আসানসোলের আপকার গার্ডেন দূর্গাপুজো কমিটি ও রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব পূজা কমিটি। সেরা প্রতিমা বিভাগে দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদ, আসানসোলের কল্যাণপুর আদিপুজো ও দুর্গাপুরের নবারুণ ক্লাবকে বিজয়ীর তালিকায় রাখা রয়েছে। সেরা মণ্ডপে রাখা হয়েছে দুর্গাপুরের মার্কনি দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি, আসানসোল মহকুমার চিত্তরঞ্জন এরিয়া ৬ সার্বজনীন দুর্গাপূজা কমিটি ও দুর্গাপুরের বুদ্ধ বিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মিলনীকে। একইসঙ্গে বিশ্ব বাংলার শারদ সম্মানের সেরা সমাজ সচেতনতা বিভাগে সফল হয়েছে আসানসোলের গোপালপুর ইউনাইটেড ক্লাব, রাজবাড়ি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি ও দুর্গাপুরের ডুমুরতলার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পোন্নামবালাম সহ পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button