ফাঁড়ির সামনে আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

সংবাদ সফর, আসানসোল, ১১ এপ্রিল: পুলিশ ফাঁড়ির অদূরেই দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শহরে। শুক্রবার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির সামনে মেন রাস্তার উপর শিবানী অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ মানুষজনের মধ্যে চরম আতংক ছড়িয়েছে। শিবানী অ্যাপার্টমেন্টের এস-১ নম্বর বাড়ির বাসিন্দা সুনিতা বন্দ্যোপাধ্যায় গত ৯ এপ্রিল বাড়িতে তালা দিয়ে পরিবারের সঙ্গে জামশেদপুর যান।পরের দিন অর্থাৎ ১০ এপ্রিল সন্ধ্যায় প্রতিবেশীরা বাড়ির সামনের তালা ভাঙা দেখে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে খবর দেন। শুক্রবার ১১ এপ্রিল ফিরে সুনিতাদেবী দেখেন বাড়ির ভেতরের সব লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। অনুমান, চোরের দল বাড়ির তালা ও ইন্টারলক ভেঙে ভেতরে ঢুকে তিনটি আলমারি ভেঙেছে। সোনার কানের দুল সহ বেশ কিছু মূল্যবান গয়না ও টাকা চুরি গিয়েছে। তবে বাড়ির ভেতরে একটি পিঠের ব্যাগ নজরে আসে। এই ব্যাগে ছোট শাবল, কাটার, স্ক্রু ড্রাইভার এবং বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ নথিপত্র মেলে। দুষ্কৃতীরা তাড়াহুড়ায় তাপেদে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পুলিশ ফাঁড়ির সামনে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় ওই আবাসনের আবাসিক সহ আশপাশের মানুষজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। তবে এ ব্যাপারে পুলিশ প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।