কুলটিতে অভিযানে এনআইএ

সংবাদ সফর, আসানসোল: এনআইএ অভিযান চালাল রাজ্য জুড়ে। মঙ্গলবার আসানসোলের কুলটি থানার ডিসেরগড় গ্রামের একটি বাড়িতেও । সূত্রের খবর, মঙ্গলবার ভোর থেকে ঠিকা শ্রমিকদের সংগঠনের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে এনআইএ এবং এসটিএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। সুদীপ্তা পাল একটি ভাড়া বাড়িতে থাকতেন। ঘটনাস্থলে উপস্থিত ছিল কুলটি থানার পুলিশ। প্রায় ঘন্টা চারেক পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা বেরিয়ে যায় বাড়ি থেকে। এ ব্যাপারে সুদীপ্তা পাল জানান, একটি মিথ্যা মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ২০২২ এর রাঁচির মাওবাদী মামলায় তার বাড়িতে অভিযান চালিয়েছে এনআইএ। কিন্তু মাওবাদীদের সঙ্গে তার কোনও যোগ নেই বলেও দাবি করেন তিনি। বলেন। তার কথায়, তার মোবাইল ও কম্পিউটারের হার্ডডিক্স বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে, সুদীপ্তা পালের ভাড়া বাড়ির মালিকের বক্তব্য, তিনি গত প্রায় তিনবছর ধরে তাদের বাড়িতে ভাড়া থাকেন। সুদীপ্তা পাল ঠিকা শ্রমিকদের নিয়ে অধিকার ইউনিয়ন গড়ে তূলেছেন বলে জানান ওই বাড়িওয়ালা। তবে এই অভিযানে এলাকায় চাঞ্চল্য।যদিও এই ঘটনায় আটক বা গ্রেফতার কেউ হয়নি।