পলিথিনের চালালে আলু পাচার! পুলিশি তৎপরতায় আটক ট্রাক
সংবাদ সফর, আসানসোল: পলিথিনের চালানে আলু পাচার! এই অভিযোগে রুনাকুড়া ঘাটে একটি আলু বোঝাই ট্রাক আটক করে বারাবনি থানার পুলিশ। শুক্রবার রাতের দিকে রুনাকুড়া ঘাট চেকপোষ্টে একটি ১২ চাকার আলু বোঝাই ট্রাক আটক করা হয়। কর্তব্যরত পুলিশের লোকজন চালকের কাছে চালান দেখতে চান। পুলিশের জিজ্ঞাসাবাদে গাড়ি চালক জানান, গাড়িতে আলু বোঝাই রয়েছে। কিন্তু পুলিশকে যে চালান দেখানো হয়, তাতে আলুর বদলে পলিথিনের উল্লেখ রয়েছে বলে জানা যায়। এরপরেই ওই ট্রাকটিকে আটক করার পাশাপাশি চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাদের আসানসোল আদালতে পেশ করা হয়। বলাই বাহুল্য, বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে ভিন রাজ্যে আলু রপ্তানিতে দেশে জারি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সীমান্ত পোস্টে কড়া নজরদারি শুরু করে পুলিশ। বাংলা ঝাড়খন্ড সীমান্তে রুনাকুড়া ঘাট সহ ডুবরডি চেকপোষ্টে জোর তল্লাশি চালানো হচ্ছে। আর এসবের মধ্যেই পলিথিনের চালান দেখিয়ে আলু পাচারের ছক বানচাল করল বারাবনি থানার পুলিশ।