সাপের আতঙ্ক ছড়াল সরকারি হাসপাতালে
সংবাদ সফর, দুর্গাপুর: সরকারি হাসপাতালে সাপ! তা নিয়েই আতঙ্ক ছড়াল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এর আগেও হাসপাতালে জরুরি বিভাগের সামনে সাপের দেখা মিলেছিল। জানা গিয়েছে, রবিবার সাড়ে ১১টা নাগাদ একটি সাপ সিসিইউ-র ভেতরে ঢুকে যায়। ওই বিভাগে ভর্তি রয়েছেন অনেকেই। হঠাৎই সাপ ঢুকে যাওয়াও রোগী সহ ইউনিটের চিকিৎসক, নার্সদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান সর্পপ্রেমী দেবাশীষ মজুমদার সহ নিউ টাউনশিপ থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যেই সাপটিকে বস্তাবন্দি করা হয়। বলাই বাহুল্য, এর আগেও জরুরী বিভাগের সামনে একটি চন্দ্রবোড়া সাপকে ঘিরে চরম আতঙ্ক ছড়ায় হাসপাতালে। এসব নিয়েই হাসপাতালের সার্বিক ব্যবস্থা ঘিরে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন। একদিকে যখন পরিকাঠামো সংস্কারের কাজ চলছে, অন্যদিকে তখন হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন তারা। একইসঙ্গে হাসপাতাল চত্বরে আগাছা সহ পরিচ্ছন্নতা নিয়েও সরব হন তারা। তবে প্রথম দিকে সি সি ইউ – তে সাপ ঢোকার বিষয়টি অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে অবশ্য হাসপাতালে বাড়তি নজরদারির আশ্বাস দেন সুপার ডাঃ ধীমান মন্ডল।