বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিলান্যাস শিল্পাঞ্চলে

সংবাদ সফর, দুর্গাপুর, ৩ মে: নতুন রাস্তা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হল অঙ্গদপুর শিল্পতালুকে। শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্শদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুরের মহকুমাশাসক ড: সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ এলাকার শিল্পপতি ও ব্যবসায়ীরা। অঙ্গদপুর শিল্পতালুকের রাতুরিয়া- অঙ্গদপুরের প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ ওই রাস্তা নির্মাণে ব্যয় হবে প্রায় ২৫ কোটি টাকা বলে এডিডিএ-র তরফে চেয়ারম্যান কবি দত্ত জানান। এদিন, বিকেলে দুর্গাপুরের গুরু তেগ বাহাদুর স্কুলে একটি হাই মাস্ট বাতিস্থম্ভের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়। একইসঙ্গে শনিবার বিকেলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের তরফে দুর্গাপুরের ভিড়িঙ্গি গার্লস উচ্চ বিদ্যালয়ে টয়লেট ব্লক নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য রাখি তিওয়ারি, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শিক্ষক ডঃ সুশীল ভট্টাচার্য, শিক্ষাবিদ তথা কংগ্রেস নেতা সুদেব রায় সহ অন্যান্যরা।