বিশ্বমানের সুইমিং পুলের শিলান্যাস শিল্পাঞ্চলে

সংবাদ সফর, দুর্গাপুর, ১২,জুলাই: শিল্প শহর দুর্গাপুর। স্বাস্থ্য নগরীর তকমাও জুটে গিয়েছে ইতিমধ্যে। এবার ক্রীড়া-সংস্কৃতি শহর হিসেবে দুর্গাপুরকে তুলে ধরার প্রচেষ্টা শুরু হয়েছে জোর কদমে। শনিবার শহীদ ভগৎ সিং স্পোর্টস কমপ্লেক্স বা স্টেডিয়ামে সুইমিং পুলের শিলান্যাস অনুষ্ঠানে এমনই বার্তা মিলল মন্ত্রী সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্তাব্যক্তিদের বক্তব্যে। এদিন, এই স্টেডিয়ামে বিশ্বমানের সুইমিং পুল ও সাঁতার শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ পুলের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, মহকুমাশাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। তবে শুধু সুইমিং পুল নয়, ব্যাডমিন্টন, লন টেনিস কোর্ট সহ স্টেডিয়ামকে সার্বিকভাবে সাজিয়ে তোলার প্রচেষ্টা শুরু হয়েছে বলে জানান এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। এ ব্যাপারে দুর্গাপুরের দুটি বেসরকারি ইস্পাত সংস্থা গিরিধান ও সুপার শক্তি মেটালিকের আর্থিক সহযোগিতা মিলেছে বলে জানান তিনি। একইসঙ্গে দুর্গাপুর শিল্পাঞ্চলকে সাজিয়ে তুলতে এলাকার শিল্পপতি, ব্যবসায়ী সহ বণিক সমাজের প্রতিনিধিদের তরফে সব রকমের সহযোগিতার আশ্বাস মিলেছে বলেও জানান এডিডিএ চেয়ারম্যান। এদিন, এই অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বর্তমান এডিডিএ চেয়ারম্যানের কর্মদক্ষতা সহ তার কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে বিস্তীর্ণ খনি শিল্পাঞ্চলের পরিকাঠামো সহ সার্বিক উন্নয়নে চেয়ারম্যানের উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী। মহকুমাশাসকের বক্তব্যেও প্রায় একই কথাই শোনা যায়। উল্লেখ্য, এই স্টেডিয়ামে একটি সেমি অলিম্পিক মানের সুইমিং পুল তৈরি করা হচ্ছে। তারই পাশে সাঁতার শিক্ষার্থীদের জন্য আরেকটি পুল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী ৬ মাসের মধ্যে তা বাস্তবায়িত করার আশ্বাস দেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। সঙ্গে থাকছে অত্যাধুনিক মানের ব্যাডমিন্টন, লন টেনিস কোর্ট ও সুদৃশ্য ক্লাব হাউস। সব মিলিয়ে এই স্টেডিয়ামকে শিল্পাঞ্চলের অন্যতম ক্রীড়াকেন্দ্রে পরিণিত করার প্রয়াস শুরু হয়েছে বলে জানান তিনি।