পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি

সংবাদ সফর, আসানসোল: আচমকা সফরে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায়। পরীক্ষা চলাকালীন বৃহস্পতিবার আসানসোল মনিমালা গার্লস স্কুলে এসে পৌঁছান তিনি। তার কথায়, ইতিমধ্যেই চারটি স্কুল পরিদর্শন হয়েছে। সারাদিন পশ্চিম বর্ধমানেই থাকব। জেলার বাকি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বিভিন্ন সামাজিক প্রকল্পের ফলশ্রুতিতে মাধ্যমিকের তুলনামূলকভাবে ছাত্রীর সংখ্যা বেশি। একইসঙ্গে পরীক্ষায় ছাত্রীদের অনুপস্থিতির সংখ্যাও পর্যালোচনা করা হবে পরবর্তীতে বলে জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। বৃহস্পতিবার পরীক্ষা সংক্রান্ত বিষয়ে গৃহীত বিভিন্ন ব্যবস্থাদি কার্যকর করার ক্ষেত্রে প্রশাসন সহ শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে পরীক্ষার ব্যবস্থা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরাও সন্তোষ ব্যক্ত করেছেন বলে জানান তিনি।