জেলা
সন্দেহভাজন এক ব্যক্তি আটক সেনা ছাউনিতে
সংবাদ সফর, কাঁকসা: সেনা ছাউনিতে আটক করা হল এক সন্দেহভাজন ব্যক্তিকে। সেনাবাহিনীর তরফে ধৃত নিলেশ যাদবকে বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনা সূত্রে জানা যায়, মোবাইল টাওয়ার বসানোর নাম করে বিহারের বাঁকার বাসিন্দা নিলেশ যাদব পানাগড় সেনা ছাউনিতে ঢোকেন। ওই ব্যক্তির চালচলনে সন্দেহ হওয়ায় তাকে সেনা জওয়ানরা আটক করেন। তার কাছ থেকে পাঁচটি মোবাইল উদ্ধার হয়। ওইসব মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। মোবাইলের অ্যাপের মাধ্যমে এলাকার ম্যাপিং করা হচ্ছিল বলে অভিযোগ। পরে ওই যুবককে বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেয় সেনাবাহিনী। সেনা ছাউনিতে কি কারনে ঢুকেছিলেন তিনি, সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।