শিল্পাঞ্চল

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে বাণিজ্য সম্মেলন শিল্পাঞ্চলে

সংবাদ সফর, দুর্গাপুর: রাজ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প সহ কর্মসংস্থানের সার্বিক প্রসারের লক্ষ্যে রাজ্য জুড়ে সিনার্জি ও বিশেষ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সংশ্লিষ্ট মন্ত্রকের মুখ্য সচিব রাজেশ পান্ডে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগের ডিরেক্টর ইউ স্বরূপ, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস ফোন এস পোন্নামবালাম, পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমানের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পূর্ব বর্ধমানের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ সরকারি দপ্তরের সচিব ও কর্তাব্যক্তিরা। এই সম্মেলনে পশ্চিম ও পূর্ব বর্ধমানের সাতশোর বেশি উদ্যোগপতি অংশ নেন।

এদিন এই সম্মেলনের স্বাগত ভাষণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র মন্ত্রকের মুখ্য সচিব রাজেশ পান্ডে ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রসারে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোকপাত করেন। একইসঙ্গে শিল্প স্থাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদানে সরকারের বিশেষ উদ্যোগ প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি। এদিন এই সম্মেলন মঞ্চে এডিডিএ চেয়ারম্যান তথা দুর্গাপুর চেম্বার্সের প্রতিনিধি কবি দত্ত আক্ষেপের সুরে বলেন, জেলা তথা রাজ্যে শিল্প স্থাপনে বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে পারেননি বণিক সমাজ। সেক্ষেত্রে আগামীদিনে এ ব্যাপারে শিল্প ও বণিক সমাজের এগিয়ে আসা উচিত বলে জানান তিনি। দুর্গাপুর, আসানসোলের পুরনো শিল্পকে বাঁচানোর পাশাপাশি নতুন শিল্পের প্রসারের ওপর গুরুত্ব দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। একইসঙ্গে শিল্প সমৃদ্ধ বাংলা গড়তে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সফল করার আহ্বান জানান তিনি।

এই সম্মেলনে পশ্চিম ও পূর্ব বর্ধমানের শিল্প ও উদ্যোগপতিদের তরফে প্রায় ৪৬৫০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব মিলেছে। আগামীদিনে এই বিনিয়োগের পরিমাণ দশ হাজার কোটি ছাড়াতে পারে বলে আশাবাদী সম্মেলনের উদ্যোক্তারা। এর ফলে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও দাবি করেছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button