প্রতিবাদ সভা তৃণমূলের

সংবাদ সফর, আসানসোল: সংসদ ভবনে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের অভিযোগে পথে নামল তৃণমূল। সোমবার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আল্লাডি মোড়ে একটি প্রতিবাদ সভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,জেলা পরিষদ সদস্য বেবী মণ্ডল সহ সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল,সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি,যুব সংগঠনের সভাপতি শচীন নাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন, সভায় তার বক্তব্যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান বলেন, সংসদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকরকে অপমান করেছেন। তা সমগ্ৰ দেশের অপমান। দেশের মানুষের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্ষমা না চাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।