বেহাল রাস্তার অভিযোগে অভিনব প্রতিবাদে কংগ্রেস

সংবাদ সফর, আসানসোল: বেহাল রাস্তা। এই অভিযোগে অভিনব প্রতিবাদে নামল কংগ্রেস। একইসঙ্গে বুধবার কুলটি মিউনিসিপ্যালিটি রোডের দ্রুত সংস্কারের দাবিতে সরব হন কংগ্রেস নেতৃবৃন্দ। এদিন, রাস্তার উপর বৃক্ষরোপণ সহ জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ ব্যাপারে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন, কুলটি বোরো কার্যালয়ে যাওয়ার এই রাস্তাটি সম্পূর্ণ বেহাল হয়ে পড়েছে। প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সেক্ষেত্রে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান তিনি। এ ব্যাপারে কংগ্রেসের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়ে পুরো নিগমের মেয়র পারিষদ ইন্দ্রানী মিশ্র বলেন, অবিলম্বে রাস্তা সংস্কারে কাজ শুরু হবে। ইতিমধ্যেই তার অনুমোদন মিলেছে। আর এসব খবর জানাজানি হতেই রাজনৈতিক প্রচারের স্বার্থে কংগ্রেস পথে নেমেছে বলে কটাক্ষ করেন তিনি।