ভারী যান চলাচলের প্রতিবাদে পথ অবরোধ

সংবাদ সফর, আসানসোল: ফের কয়লা, বালি বোঝাই গাড়ি চলাচলের বিরোধিতায় অবরোধে নামেন স্থানীয় মানুষজন। সোমবার রানীগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের পুনরমল এলাকার মানুষজন ইসিএলের কুনস্তোরিয়া, শ্রীপুর, সাতগ্রাম এরিয়ায় ভারী পণ্যবাহী যানবাহন আটকে দেন । এলাকাবাসীদের এই অবরোধ আন্দোলনের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল ট্রেড ইউনিয়ন নেতা অনিল সিং। বিক্ষোভকারীদের বক্তব্য, অমৃতনগর কোলিয়ারি দিয়ে পুনরমল হয়ে বাইপাস যাওয়ার রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনার আশংকা রয়েছে। এই রাস্তায় বালি বোঝায় গাড়ির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে এই রাস্তায় দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় দীর্ঘদিন ধরে। কিন্তু দিন চারেক ধরে ফের গাড়ি চলাচল শুরু হয়েছে। এর ফলে সোমবার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় একটি শিশু বলে জানান তারা। তারই পরিপ্রেক্ষিতে রাস্তা অবরোধে নামেন এলাকার বাসিন্দারা। অবিলম্বে রাস্তা সংস্কারে ইসিএলের ব্যবস্থা গ্রহণের দাবিতেও সরব হন তারা। তবে এ ব্যাপারে ইসিএল কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।