জেলা
নৈশকালীন বাস পরিসেবার প্রস্তুতি শহরে

সংবাদ সফর, আসানসোল: নৈশকালীন বাস পরিষেবা চালু হতে চলেছে শহরে। মঙ্গলবার এমনটাই জানান আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি বলেন, সাধারণ মানুষজনের প্রত্যাশা পূরণে রাত্রিকালীন বাস পরিষেবা শুরু হতে চলেছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে দশটি বাস কেনার জন্য টাকা দেওয়া হয়েছে। একইসঙ্গে দুটি বড় বাস কেনার জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আসানসোল থেকে বার্নপুর, কুলটি, রানীগঞ্জ ও জামুরিয়া রুটে এই বাস চালানো হবে বলে জানান মেয়র।