জেলা
স্বাস্থ্য শিবির চিকিৎসক দিবসে

সংবাদ সফর,অন্ডাল, ২,জুন : স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল চিকিৎসক দিবসে। সহজপাঠ নামক একটি সংস্থার উদ্যোগে মঙ্গলবার শিবিরটি হয় উখরা কে,বি ইনস্টিটিউশন শ্রেণিকক্ষে । এদিন, সংস্থার পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । ওই শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সীতাংশু চট্টোপাধ্যায় । সংস্থার তরফে চিকিৎসক সীতাংশু চট্টোপাধ্যায়কে সংবর্ধনাও প্রদান করা হয়।