কুড়ি লক্ষ টাকা সহ ধৃত চার ছিনতাইবাজ!

সংবাদ সফর, অন্ডাল: পুলিশি তৎপরতায় পাকড়াও চার ছিনতাইবাজ। সোমবার ধৃত চারজনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর মিলেছে, অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে যাওয়ার রাস্তায় রবিবার তাদের গ্রেপ্তার করে অন্ডাল থানার পুলিশ। রাতের দিকে রাস্তায় একটি চারচাকা দামি গাড়ি সহ চার যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ি তল্লাশিতে করে ছিনতাইয়ে ব্যবহৃত হাতুড়ি, লোহার রড সহ নগদ কুড়ি লক্ষ টাকা উদ্ধার হয়। তৎক্ষণাৎ ওই চারজনকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে তাদের মোবাইলগুলিও বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃত বীরভূমের নলহাটি থানার সাগর যাদব ছাড়া বাকি তিনজন অর্থাৎ রাকেশ কুমার নুনিয়া, প্রিন্স বিশ্বকর্মা ও অবিনাশ কুমার নুনিয়া অন্ডাল থানার কাজোরা কোলিয়ারি এলাকার বাসিন্দা। সোমবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এ ব্যাপারে এসিপি অন্ডাল পিন্টু সাহা জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা বিমানবন্দরের সামনে রাস্তায় দাঁড়িয়েছিলেন। নগদ কুড়ি লক্ষ টাকা সহ ছিনতাইয়ে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। ওই টাকার উৎস সহ অন্যান্য বিষয়ে তদন্ত চলবে বলে জানান তিনি।