বৈদ্যুতিক চুল্লি সম্পন্ন মহাশ্মশানের নির্মাণকার্যের সূচনায় মন্ত্রী

সংবাদ সফর, ২২ মার্চ, দুর্গাপুর: অবশেষে প্রতীক্ষার অবসান হল। শনিবার রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুনুর নদী সংলগ্ন এলাকায় দুটি বৈদ্যুতিক চুল্লি সম্পন্ন মহাশ্মশানের নির্মাণকার্যের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুরের মহকুমাশাসক ড: সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নবন নিগমের প্রশাসক মন্ডলী সদস্য দীপঙ্কর লাহা সহ বিশিষ্ট জনেরা। এই মহাশ্মশান নির্মাণে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্তের ভূমিকার প্রশংসা করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন, এই মহাশ্মশানের নির্মাণ প্রসঙ্গে চেয়ারম্যান কবি দত্ত বলেন, মৃতদেহ সৎকার বা দাহকার্যে এ ধরনের বৈদ্যুতিক চুল্লি সম্পন্ন পরিবেশ বান্ধব শ্মশানের গুরুত্ব রয়েছে। পশ্চিম বর্ধমান সহ পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান ও বীরভূমের মানুষজন এই শ্মশানের সুবিধা পাবেন বলে জানান তিনি। একইসঙ্গে প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই মহাশ্মশানের কাজ এক বছরের মধ্যে সম্পূর্ণ করার প্রচেষ্টা চালানো হবে বলেও জানান দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত।