শিল্পাঞ্চল
শিল্পাঞ্চলে সিপিএমের হাত শক্ত করার ডাক মীনাক্ষীর

সংবাদ সফর, দুর্গাপুর: আর জি কর সহ রাজ্যে অপশাসনের অভিযোগে সোচ্চার মীনাক্ষী। শনিবার দুর্গাপুরে রাজ্যের পাশাপাশি নোট বাতিল সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের সমালোচনায় সরব হন সিপিএম রাজ্য যুব নেত্রী। সাগর ভাঙ্গা হাই স্কুল ময়দানে দুর্গাপুর পূর্ব দু’নম্বর এরিয়া কমিটির সমাবেশে স্বাস্থ্য-শিক্ষায় দুর্নীতির পাশাপাশি শিল্পের সার্বিক সর্বনাশের অভিযোগে সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। একইসঙ্গে দুর্গাপুরে পুর ভোট নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের টালবাহানার অভিযোগে সোচ্চার হন ওই বাম যুবনেত্রী। শনিবার রাজ্যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সহ আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ গঠনে সিপিএমের হাত শক্ত করারও ডাক দেন তিনি।