চুরিতে অভিযুক্ত পালিত কন্যাই! পুলিশি তৎপরতায় পাকড়াও বান্ধবীও

সংবাদ সফর, ২৮ মার্চ, দুর্গাপুর: চুরিতে অভিযুক্ত পালিত কন্যা! এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। শুক্রবার চুরি যাওয়া অলংকার, নগদ সহ সিটি সেন্টারের ইঞ্জিনিয়ার দম্পতির পালিত কন্যা দীপা শর্মা ও তার বান্ধবী দীপা যাদবকে পাকড়াও করা হয়েছে বলে সাংবাদিকদের জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা। তার কথায়, বাড়ির পরিচারিকার মেয়েকে পালিত কন্যা হিসেবেই লালনপালন করে এসেছেন দুর্গাপুরের সিটি সেন্টারের ওই পরিবার। কিন্তু পালিত কন্যাই বাড়িতে থাকা ২৫ ভরি সোনার গহনা,১ কেজি রুপো সহ নগদ ২ লক্ষ টাকা পাচার করে দেয় তার এক বান্ধবী দীপা যাদবের কাছে। চুরির অভিযোগ পাওয়া মাত্রই সিটি সেন্টার ফাঁড়ি ও দুর্গাপুর থানার তৎপরতায় খুব অল্প সময়ের মধ্যেই পুলিশের জালে ধরা পড়ে যায় দীপা শর্মা। পাকড়াও হয় তার বান্ধবী দীপা যাদবও। প্রথমে শর্মা পরিবারের চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে ওই বাড়ির তিনজন পরিচারককে জিজ্ঞাসাবাদে দীপা শর্মার নাম উঠে আসে। জানা গেছে, কদিন আগে দীপার ওই বন্ধু দিল্লি থেকে এখানে বেড়াতে এসেছিলেন। উল্লেখ্য, সিটি সেন্টারের আলাউদ্দিন বীথিতে তিনতলা বাড়িটির মালিক সঞ্জীব কুমার শর্মা নামে এক ইঞ্জিনিয়ার।কর্মসূত্রে তিনি ভিন রাজ্যে থাকেন। সিটি সেন্টারের বাড়িতে থাকেন সঞ্জীববাবুর বাবা,মা ও স্ত্রী। গত বৃহস্পতিবার তারা বাজারে যান। বাড়ি ফেরার পর দেখেন আলমারি থেকে ২৫ ভরি সোনার গহনা,১ কেজি রুপোর গহনা সহ নগদ ২ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। দীপাকে এ নিয়ে প্রশ্ন করা হলে সে কিছু জানে না বলে এড়িয়ে যায়। এরপরই নাগমনিদেবী পুরো বিষয়টি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ এই চুরিতে শর্মা পরিবারের পালিত কন্যা দীপা শর্মার যোগ স্পষ্ট হয়ে যায়। একইসঙ্গে দিল্লি থেকে আগত দীপা যাদবের মোবাইল ট্র্যাক করে দুর্গাপুর স্টেশনে তার লোকেশন জানতে পারে পুলিশ। তড়িঘড়ি দুর্গাপুর স্টেশনের ৩ নং প্ল্যাটফর্ম থেকে চুরি যাওয়া মালপত্র সহ দীপা যাদবও ধরা পড়ে বলে জানান পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা। তার কথায়, সঞ্জীববাবুর পালিত কন্যাই ঘরের থেকে অলঙ্কার ও নগদ টাকা বের করে দীপা যাদবের কাছে পৌঁছে দিয়েছিলেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নামে পুলিশ। সংশ্লিষ্ট সিটি সেন্টার ফাঁড়ি ও দুর্গাপুর থানার পুলিশের তৎপরতায় মালপত্র সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আর কেউ যুক্ত আছে কি না- তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।