ট্রেলারের পিলার পড়ল রাস্তায়, চাপা পড়লেন বাইক আরোহী

সংবাদ সফর, দুর্গাপুর: হুড়মুড়িয়ে ট্রেলার থেকে পড়ে গেল বিশালাকায় লোহার পিলার। আর তাতেই চাপা পড়ল বাইক। অল্পের জন্য প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী। বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এমনই ভয়ংকর ঘটনা ঘটে কাঁকসা থানার বাঁশকোপা শিল্পতালুকের রাস্তায়। প্রত্যক্ষদর্শীদের কথায়, ভারী যন্ত্রাংশ বোঝাই একটি ট্রেলার শিল্পতালুকের রাস্তা ধরে যাচ্ছিল। দুর্গাপুরের বেনাচিতির ধুনরা প্লটের বাসিন্দা সমীর গড়াইও বাইকে যাচ্ছিলেন ওই পথ ধরেই। হঠাৎই পাস কাটানোর সময় ওই ট্রেলার থেকে একটি বিশালাকায় লোহার পিলার শিকল ছিঁড়ে বাইকের উপর পড়ে। তাতেই চাপা পড়েন পেশায় সেলসম্যান সমীর। তার চিৎকারে আশপাশের লোকজনেরা ছুটে আসেন। তড়িঘড়ি তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর মেলে। প্রাণে বাঁচলেও ওই বাইক আরোহীর পা গুরুতরভাবে জখম হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এদিকে, বেহাল রাস্তার কারণে এ ঘটনা ঘটেছে বলে কার্যত ক্ষোভপ্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের কথায়, রাস্তা খারাপের কারণে নিত্যদিন দুর্ঘটনা শিকার হচ্ছেন সাধারণ মানুষজন। অথচ সংশ্লিষ্ট প্রশাসনের কোন হেলদোল নেই বলে অভিযোগ করেন তারা। যদিও পরিকল্পনামতো রাস্তা নির্মাণের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি বলে জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব।