সোনার দোকানের ম্যানেজারের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

সংবাদ সফর,দুর্গাপুর: দামোদরে সোনার দোকানের ম্যানেজারের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায় (৫৬)। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাটে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এদিন, দামোদরের জলে মৃতদেহ ভাসতে দেখে কোক ওভেন থানায় খবর দেন স্থানীয় মানুষজন। কিন্তু ওই এলাকাটি বড়জোড়া থানার অন্তর্গত হওয়ায় সেখান থেকে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। প্রথমে জিন্স, জ্যাকেট পরিহিত ওই ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। পরে অবশ্য খোঁজখবরে সিদ্ধার্থবাবুর পরিচয় জানতে পারে পুলিশ। বলাই বাহুল্য, বুধবার রাতের দিকে দুর্গাপুর ইস্পাত নগরীর তানসেন এভিনিউর বাসিন্দা সিদ্ধার্থবাবুর পরিবারের তরফে একটি মিসিং ডায়রি করা হয় সংশ্লিষ্ট বিজোন ফাঁড়িতে। বৃহস্পতিবার বড়জোড়া থানার তরফে খোঁজতল্লাশে মৃতের পরিচয় মেলে। সিদ্ধার্থবাবুর স্ত্রী দেহটি শনাক্ত করেন। এলাকায় মৃত ও মিষ্টভাষী মানুষ হিসেবে পরিচিতি ছিলেন সিদ্ধার্থ মুখোপাধ্যায় ওরফে লক্ষণ। তিনি বেনাচিতি বাজারের একটি স্বর্ণবিপনিতে ম্যানেজারের কাজ করতেন। পরিবার সূত্রে খবর মিলেছে, বুধবার বিকেলের দিকে বাড়ি থেকে বের হন সিদ্ধার্থবাবু। মানিব্যাগ, মোবাইল এমনকি আংটি সহ সোনার অলংকারগুলিও বাড়িতে রেখে যান তিনি। বিষয়টি নজরে আসায় খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। কিন্তু সিদ্ধার্থবাবুর সন্ধান না পেয়ে একটি মিসিং ডায়রি করেন তার স্ত্রী। বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। কি কারনে মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন সিদ্ধার্থবাবু। সে কারণেই কি তিনি আত্মঘাতী হয়েছেন? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে জনমানসে।