জেলা

কমিউনিটি হল ফেরানোর দাবিতে বিক্ষোভে উত্তেজনা

সংবাদ সফর, আসানসোল: ফিরিয়ে দেওয়া হোক কমিউনিটি হল। অন্য কোন কাজে এই কমিউনিটি হল কে ব্যবহার করতে দেওয়া হবে না। এই দাবিতেই বুধবার সরব হন স্থানীয় মানুষজন। সেখানে অভিযান চালান তারা। বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। আর তাতেই উত্তেজনা বাড়ে। উল্লেখ্য, আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত লছিপুর জিটি রোডের পাশে অবস্থিত আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এলাকার সামাজিক কাজের জন্য তৈরী হয় একটি কমিউনিটি হল। সেই হলটি বর্তমানে একটি বেসরকারি স্বাস্থ্য সংস্থার অধীনে রয়েছে। সেখানে স্থানীয় মানুষজনেদের নিঃশুল্ক স্বাস্থ্য পরিসেবা প্রদান করা হয় বলে দাবি ওই সংস্থার কর্তাদের। কিন্তু আপত্তি তুলেছেন স্থানীয় মানুষজন। তাদের কথায়, চিকিৎসা পরিষেবা প্রায় কিছুই মেলে না। তবুও কমিউনিটি হলটি ওই বেসরকারি সংস্থার অধীনে রয়েছে। নিজেদের মতো করে হলের ভিতরে নির্মাণ কার্য চালাচ্ছে ওই সংস্থা বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি সেখানে বাইরে থেকে লোকজনদের আসা নিয়েও রীতিমত সন্দেহ প্রকাশ করেছেন তারা।

যদিও সংশ্লিষ্ট কাউন্সিলরের মৌখিক অনুমতিক্রমে একটি ঘর বানানো হয়েছে বলে জানান সংস্থার কর্মীরা। বাইরে থেকে আসা চিকিৎসকদের থাকার জন্যই এই ব্যবস্থা বলে দাবি করেন তারা। তবে তা মানতে নারাজ স্থানীয় মানুষজন। এই কমিউনিটি হলের হাত বদলের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সেক্ষেত্রে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক ওই কমিউনিটি হলকে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এলাকার গরিব মানুষজনেদের প্রয়োজনে এই হলটি সরকারের তরফে তৈরি করে দেওয়া হয়। কিন্তু বর্তমানে সেটা সম্ভব হচ্ছে না। একইসঙ্গে ওই বেসরকারি স্বাস্থ্য সংস্থার কার্যকলাপ নিয়েও আপত্তি তুলেছেন তারা।

এ ব্যাপারে ওই সংস্থার কর্তাব্যক্তি সপ্তম পাঁজা বলেন, এলাকার মানুষজনের সামাজিক ও চিকিৎসার প্রয়োজনেই তারা কাজ করে চলেছেন। কিন্তু হঠাৎই স্থানীয় বাসিন্দারা তাদের চেম্বারে হামলা চালায়। সেখানে ভাঙচুরও করেন তারা। আপাতত স্থানীয় নিয়ামত ফাঁড়ির তরফে ওই হলটিতে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানান তিনি। এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর সহ পুলিশ প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button