অভয়া স্মরণে অভিনব উদ্যোগ অগ্নিমিত্রার

সংবাদ সফর, আসানসোল: অভয়ার স্মরণে অভিনব উদ্যোগ নিলেন অগ্নিমিত্রা। রবিবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসক অভয়ের জন্মদিন। তাঁরই স্মরণে তাইকুন্ড ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে সোনা জয়ী ট্রিপলেট তিন কন্যাকে শুভেচ্ছা প্রদান করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। ডিসেরগড়ে তিন কন্যা সুচেতা, সুপ্রীতা ও রঞ্জিতার হাতে ফুল, মিষ্টি তুলে দেন তিনি। একইসঙ্গে রাজ্যে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে আত্মরক্ষার স্বার্থে মহিলাদের মার্শাল আর্ট শেখার প্রয়োজনীয়তার গুরুত্ব ব্যাখ্যা করেন বিজেপি বিধায়ক। তাই বর্তমান পরিস্থিতিতে মেয়েদের গান-বাজনা নাচ শেখার পাশাপাশি আত্মরক্ষার আত্মরক্ষার কলাকৌশল শিখে রাখা জরুরী বলে জানান তিনি।এদিকে, বিধায়ক অগ্রিমিত্রা পালের শুভেচ্ছা ও সংবর্ধনা পেয়ে খুশি সুচেতা, সুপ্রীতা ও রঞ্জিতা। একইসঙ্গে আন্তর্জাতিক স্তরে লড়াইয়ের জন্য তারা তৈরি হচ্ছেন বলে জানান তিন কন্যা। রবিবার অভয়ার জন্মদিনে আসানসোলের বার্নপুর হাসপাতালের বাগানে দুটি গাছের চারা রোপন করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন, অভয়ার স্মৃতিতে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছের চারা লাগানোর পাশাপাশি আর জি কর কাণ্ডের বিচারের দাবি তোলেন তিনি। তার কথায়, এ ঘটনায় শুধু সঞ্জয় রায় একা দোষী নয়। আরো অনেকেই জড়িত রয়েছে এ ঘটনায়। তাদেরও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে সওয়াল করেন ওই বিজেপি বিধায়ক।