প্রয়াত কাউন্সিলরের বাড়িতে চুরি! নিরাপত্তা নিয়ে প্রশ্ন শিল্পাঞ্চলে
সংবাদ সফর, দুর্গাপুর: প্রাক্তন পুরপিতার বাড়িতেই চুরি! ফের প্রশ্নের মুখে পড়ল শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা। দুর্গাপুর নগর নিগমের ৪ নং ওয়ার্ডে ইস্পাত নগরীর আইনস্টাইন এভিনিউতে প্রয়াত কাউন্সিলর স্বরূপ ( পবিত্র) মুখোপাধ্যায়ের বাড়িতে চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। জানা গিয়েছে, প্রয়াত কাউন্সিলরের স্ত্রী হৈমী মুখোপাধ্যায় বাপের বাড়ি গিয়েছিলেন। বাড়িটি তালাবন্ধ অবস্থায় ছিল। কিন্তু শনিবার সকালে বাড়ি ফিরে সদর দরজার তালা খুলে দেখেন আলমারি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের জিনিসপত্র যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেক্ষেত্রে পাঁচিলের লোহার দরজা ভেঙে পিছন দিক দিয়ে দুষ্কৃতীরা ঘরে ঢোকে। এ ব্যাপারে প্রয়াত কাউন্সিলর পত্নী হৈমী দেবী জানান, প্রায় আড়াই লক্ষ টাকার সোনার গহনা চুরি গিয়েছে। বিষয়টি দুর্গাপুর থানার পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেশীদের বক্তব্য, এ ধরনের দুষ্কর্ম রুখতে ১২ নং স্ট্রীটের বাসিন্দাদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। কেউ বাড়ির বাইরে থাকলে তা এই গ্রুপের মধ্যে দিয়ে জানিয়ে দেওয়া সম্ভব। কিন্তু যে কোন কারণেই হৈমী দেবীর অনুপস্থিতির কথা গ্রুপে উল্লেখ করা নেই। তা থাকলে পাড়া-প্রতিবেশীদের নজরদারি করা সহজ হত। তবে দুষ্কৃতীরা পেছন দিয়ে বাড়িতে ঢুকে বলে জানান প্রতিবেশী অভিজিৎ চন্দ। একইসঙ্গে পাড়ার পেছনদিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার আবেদনও জানিয়েছেন তিনি।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। বলাই বাহুল্য, ওই পাড়ায় দুটি বাড়ির পরে সিসিটিভি লাগানো রয়েছে। অভিযোগে পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে, এ ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। একইসঙ্গে শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে জনমানসে