ছিনতাইয়ে ধৃতদের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

সংবাদ সফর, দুর্গাপুর: ছিনতাইয়ের অভিযোগে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। রবিবার দুর্গাপুরের ৪৩ নাম্বার ওয়ার্ডের অরবিন্দ পল্লীতে ছিনতাইয়ের অভিযোগে ধৃত শিবপ্রসাদ আদিত্য মন্ডল ও ইসু রামকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে সূত্রে জানা যায়, গত শনিবার অরবিন্দ পল্লীর বাসিন্দা শোভারানী মুখোপাধ্যায়ের গলার হার ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই প্রৌঢ়া পথ সারমেয়দের খাবার দিচ্ছিলেন। সে সময় বাইকে সওয়ার তিন দুষ্কৃতী তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন। সেই সুযোগে ওই মহিলার প্রায় এক ভরি ওজনের গলার হার ছিনিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে কোক ওভেন থানার পুলিশ। অভিযুক্তদের সন্ধানে কার্যত হন্যে হয়ে ময়দানে নেমে পড়েন তারা। সাফল্যও মেলে। বিশেষ সূত্রে খবর পেয়ে দুর্গাপুর সিনেমা হল রোডের একটি সোনার দোকানে ওত পেতে বসেছিল পুলিশ। দোকানে ঢুকতেই বামাল সমেত তিন দুষ্কৃতিকে পাকড়াও করে পুলিশ। ধৃত তিনজনই ৪৩ নং ওয়ার্ডের সুভাষপল্লী লাগোয়া রাহুল পল্লীর বাসিন্দা। রবিবার ধৃতদের আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।