আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধৃত বালি মাফিয়া

সংবাদ সফর, দুর্গাপুর, ১৩ এপ্রিল: পুলিশের জালে পাকড়াও বালি মাফিয়া। মহকুমা আদালতে তোলা হয়। শনিবার বালি মাফিয়া হিসেবে পরিচিত কেবু ওরফে সুজয় পালকে পাকড়াও করে পুলিশ। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য, শনিবার রাতের দিকে দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বিশেষ তল্লাশি অভিযান চলছিল। সে সময় দেবু ওরফে সুজয় পালের গাড়ি আটকায় পুলিশ। তল্লাশিতে তার গাড়ি থেকে প্রায় দেড় কুইন্টাল তামা সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। গাড়িটি তখন ওয়ারিয়া থেকে আসছিল। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃত বালি মাফিয়া কেবুকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য, বালির চোরা কারবারের অভিযোগে এর আগেও পুলিশ তাকে গ্রেফতার করে। তবে এসব বেআইনি কাজ কারবারের দৌলতে বর্তমানে হোটেল সহ অন্যান্য ব্যবসায় বিপুল পরিমাণ টাকা লগ্নি করেছে সে। সেক্ষেত্রে ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেলেও অপরাধ জগতের সঙ্গে তার যোগসূত্র নিবিড়। সম্প্রতি ওয়ারিয়া লাগোয়া ডিএসপির স্ল্যাগ ব্যাংক থেকে তামা, লোহার চোরা কারবারে তার নাম শোনা যাচ্ছিল। ওই এলাকার এক অবৈধ লোহা কারবারির নামও উঠে আসে। ত্রিপল ঢেকে স্ল্যাগের নামে তা পাচারের কারবার প্রায় জমে উঠছিল। আর এসবের মাঝেই তার গ্রেফতারিতে নানা প্রশ্ন উঠে আসছে। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদে আর কার নাম উঠে আসে- তা নিয়ে কৌতুহল বাড়ছে শিল্পাঞ্চলে।