তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগে অবরোধে ব্যবসায়ীরা
সংবাদ সফর, আসানসোল: ব্যবসায়ীকে মারধর করেছেন তৃণমূল ব্লক সভাপতি। অভিযোগে পথ অবরোধে নামেন খাস কেন্দার সবজি বাজারের ব্যবসায়ীরা। ঘটনা সূত্রে অভিযোগ, মঙ্গলবার রঞ্জিত বার্নওয়াল নামের বাজারের এক ব্যবসায়ীর সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে যান জামুরিয়া ২ নং ব্লকের তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা। বচসা চলাকালীন হঠাৎই ওই ব্যবসায়ীর গায়ে হাত তোলেন তিনি। সিসিটিভি ফুটেজেও ব্যবসায়ীকে মারধরের ছবি দেখা গিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা ৬০ নং জাতীয় সড়কে অবরোধ শুরু করে দেন। বিক্ষোভকারীদের দাবি, মাঝেমধ্যেই এলাকার হাটেবাজারের ব্যবসায়ীদের হুমকি, ভয় দেখান ওই তৃণমূল ব্লক সভাপতি। এদিনও, ওই সবজি বিক্রেতার ওপর চড়াও হন তিনি বলে অভিযোগ। এসবের জেরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই তৃণমূল নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সোচ্চার হন বিক্ষোভকারী ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ প্রশাসনের তরফে সমস্যা সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এদিকে, তার বিরুদ্ধে মারধরের অভিযোগের কথা অস্বীকার করেন তৃণমূল ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা। এলাকায় যানজট ছাড়ানোর উদ্দেশ্যে চিচুড়িয়া মোড়ের খাস কেন্দা এলাকায় যাতায়াতের রাস্তা ছেড়ে দোকানপাট লাগানোর কথা বলেন বলে জানান ওই তৃণমূল নেতা। তবে বাক-বিতণ্ডা হলেও মারধর করা হয়নি বলে সাফাই দেন তিনি।