জেলা

ট্রাফিক পুলিশের তৎপরতায় সন্তান ফিরল ঘরে

সংবাদ সফর, আসানসোল: ফের পুলিশের তৎপরতায় ঘরে ফিরল হারিয়ে যাওয়া সন্তান। আসানসোলের ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায় নিখোঁজ শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় ট্রাফিক পুলিশ। জানা যায়, প্রায় সাড়ে চার বছরের শিশু ভগৎ সিং মোড় সংলগ্ন একটি মিষ্টির দোকানের সামনে কাঁন্নাকাটি করছিল।সেসময় শিশুটিকে কেউ কেউ স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইছিলেন। বিষয়টি জানাজানি হতেই কর্মরত ওই ট্রাফিক পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরে শিশুটির পরিবারের খোঁজ খবর জোগাড় করতে শুরু করেন তিনি। শিশুটির স্কুলের নাম জানা যায়। সঙ্গে সঙ্গে স্কুলের সঙ্গে যোগাযোগ করে তার অভিবাবকের ঠিকানা ও ফোন নম্বর জোগাড় করা হয়। এরপরই আসানসোলের এলআইসি সংলগ্ন এলাকার বাসিন্দা ওই শিশুর মায়ের সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে যাওয়ার কথা বলা হয়। ওই শিশুর নাম অনন্যা ঘোষ। সে একটি বেসরকারি নার্সারি স্কুলের পড়ুয়া। শিশুটির মা অরুন্ধতী ঘোষ বলেন, তিনি কর্মসূত্রে বাড়ি থেকে সকাল ১১টা নাগাদ অফিসে যান। তারপরে বাড়ি থেকে তার স্বামী জানান শিশুটিকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর খোঁজাখুঁজি শুরু করেন। পুলিশকেও জানানো হয়। এসবের মধ্যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফোন করে তাদের সন্তানের খোঁজ মিলেছে বলে জানানো হয়। হারানো সন্তান ফিরে পেয়ে কর্মরত ট্রাফিক পুলিশের প্রশংসায় পঞ্চমুখ ঘোষ পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button