অভিযানে পথে পরিবহন দফতর, জরিমানা আদায় চার লক্ষ টাকা
সংবাদ সফর, আসানসোল: দফায় দফায় অভিযান চলছে পরিবহন দফতরের। গত দুদিনে ওভারলোডের ট্রাকের জরিমানা বাবদ প্রায় চার লক্ষ টাকা আদায় করা হয়েছে বলে খবর মিলেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। গত দুদিনের এই অভিযানে একাধিক ওভারলোডেড ট্রাক আটক করে পরিবহন দফতর। সংশ্লিষ্ট দফতরের তরফে জরিমানা বাবদ আয় হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা।
মঙ্গলবার রাত প্রায় দেড়টা নাগাদ রানিগঞ্জে ১৯ নম্বর জাতীয় সড়কে স্পঞ্জ আয়রন বা লৌহজাত সামগ্রী বোঝাই একটি ওভারলোডেড ট্রাক আটকান হয়। চালকের সামনেই যন্ত্র দিয়ে পরিমাপ করেন পরিবহন দফতরের আধিকারিকরা। সেক্ষেত্রে ওভারলোডিংয়ের কারণে ৬৫, ৫০০ টাকা জরিমানা করা হয়। গত সোমবার রাতেও আসানসোলের কালিপাহাড়িতে স্ল্যাগ স্যান্ড বোঝাই একটি ট্রাক আটকানো হয়। ওভারলোডিংয়ের কারণে জরিমানা করা হয় ৪৭ হাজার টাকা।
সোমবার রাত থেকে বুধবার পর্যন্ত ১৯ নং জাতীয় সড়কে দফায় দফায় বেশ কিছু ওভারলোডেড ট্রাক আটক করা হয়। সব মিলিয়ে গত দু’দিনে ট্রাক থেকে ওভারলোডিংয়ের কারণে প্রায় চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে খবর মিলেছে।