শিল্পাঞ্চল
আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে সরব আদিবাসী লোকশিল্পীরা
সংবাদ সফর, আসানসোল: আরজি কর কান্ডের বিচারের দাবিতে সরব হল আদিবাসী লোকশিল্পীরা। একইসঙ্গে বর্ধমানের ঝাপানতলায় আদিবাসী তরুণীর হত্যার অভিযোগে সোচ্চার হন তারা। বুধবার বিভিন্ন দাবিতে পথে নামে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ। এদিন, পশ্চিম বর্ধমান জেলা কমিটির শিল্পীদের তরফে ১১ দফা দাবি সম্বলিত দাবিসনদ পেশ করা হয় জেলাশাসকের দফতরে। লোকশিল্পীদের পরিচয় পত্র, ভাতা নিয়ে জটিলতা দূরীকরণ সহ ১১ দফার দাবি পূরণে সরব হন সংগঠনের সদস্যরা। একইসঙ্গে আরজি কর কান্ড সহ বর্ধমানের ঝাঁপানতলার আদিবাসী তরুণীর হত্যার সুবিচারের দাবিতে জোর সওয়াল করেন লোকশিল্পীরা।