রাজ্যে কর্মসংস্থানের পথ প্রশস্ত হচ্ছে, বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে ঋতব্রত

সংবাদ সফর, আসানসোল: লক্ষ্য বাংলা। দেশ-বিদেশের শিল্পপতিদের তরফে এ রাজ্যের বাংলার শিল্পায়ন নিয়ে আগ্রহ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শনিবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য প্রসঙ্গে এমনটাই জানালেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন, আসানসোলের রবীন্দ্র ভবনে শ্রমিক সম্মেলনে যোগ দেন তিনি। সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের তরফে বিপুল বিনিয়োগের প্রসঙ্গ উল্লেখ করেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি। সেক্ষেত্রে এই সম্মেলনে নতুন দিশা তৈরি হয়েছে বাংলায়। একইসঙ্গে ডেউচা পাঁচামিতেও বহু মানুষের কর্মসংস্থানের পথ প্রশস্ত হতে চলেছে বলে জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার কথায়, বিনিয়োগ হলেই পরিকাঠামো উন্নয়ন হবে। সেক্ষেত্রে কর্মসংস্থানের পাশাপাশি সাধারণ মানুষজনের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে আশাবাদী তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি। শনিবার এই শ্রমিক সম্মেলনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে জেলার সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের সঙ্ঘবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাজ্য আইএনটিটিইউসি নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার আসানসোল রবীন্দ্রভবনে সম্মেলনে মন্ত্রী মলয় ঘটক, পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী , পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।