বিবাহবার্ষিকী পালনে অভিনব উদ্যোগ তৃণমূল নেতার
সংবাদ সফর, উখড়া: আড়ম্বর বা জাকজমক নয়,বিবাহ বার্ষিকী পালনে অভিনব উদ্যোগ নিলেন তৃণমূল নেতা। শনিবার তৃতীয় বিবাহ বার্ষিকীতে দুঃস্থ মানুষজনের সঙ্গে কাটালেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের তৃণমূল সভাপতি গৌতম ঘোষ। এদিন, মাধাইপুর কোলিয়ারির দলীয় কার্যালয়ের পাশে বস্তি এলাকার ১০০ জন পুরুষ মহিলার হাতে মিষ্টি সহ শীতবস্ত্র তুলে দেন ঘোষ দম্পতি। তৃণমূল নেতার তরফে এ ধরনের উদ্যোগে খুশি এলাকার মানুষজন। তারা ঘোষ দম্পতির সুস্থ ও সুখী জীবনের কামনায় আশীর্বাদ করেন। উল্লেখ্য, গত তিন বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই তৃণমূল নেতা। শনিবার তৃতীয় বিবাহ বার্ষিকী পালন করেন মাধাইপুর কোলিয়ারির তৃণমূল কার্যালয় লাগোয়া বস্তি এলাকার মানুষজনের সঙ্গে। এমনিতেই সাদামাটা জীবনে অভ্যস্ত গৌতমবাবু। পদমর্যাদার ভারে জীবনটা পাল্টে যেতে দেননি তিনি। এ ব্যাপারে গোগলা অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম ঘোষ বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাড়ম্বর, সাদামাটা জীবন তাকে অনুপ্রাণিত করেছে। দলনেত্রীর পাশাপাশি এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুপ্রেরণাতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।