শিল্পাঞ্চল
ফের লোহা চুরি কান্ডে ধৃত দুই
সংবাদ সফর, দুর্গাপুর: লোহাচুরি কাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃত বিনয় হাজরা ও সঞ্জয় বাউরি নিউ টাউনশিপ থানার খয়রাশোল এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত মঙ্গলবার বেআইনি লোহা বোঝাই পিকআপ ভ্যান সহ দুজনকে পাকড়াও করে পুলিশ। ধৃত মহম্মদ রাজা খান ও সাগর আঁকুড়ে জেরা করে বিনয় হাজরা ও সঞ্জয় বাউরিদের খবর মেলে। পুলিশ জানতে পারে, কারখানা থেকে চুরি লোহাব বা লোহার সামগ্রী খয়রাশোল এলাকায় মজুত রাখা হত। খয়রাশোল এলাকা থেকেই ওই দুজনকে পাকড়াও করা হয়। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদেরও সন্ধান চালাচ্ছে পুলিশ বলে জানা গিয়েছে।