উচ্ছেদে ভাঙল বাড়িঘর, প্রতিবাদে অবরোধ উত্তেজনা

সংবাদ সফর, দুর্গাপুর: উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল শহরে। বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অর্থাৎ আড্ডা-র তরফে সিটি সেন্টারের সোনার তরী বস্তি এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। দিন দশেক আগে উচ্ছেদ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয় ওই এলাকায়। সেই মোতাবেক বুধবার আড্ডার তরফে উচ্ছেদ অভিযান শুরু হয়। জেসিপি দিয়ে এলাকার বেশ কিছু বাড়িঘর ভেঙে দেওয়া হয় সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে। এসবের পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হতে থাকে। ফলে পিছু হটতে বাধ্য হন প্রশাসনের আধিকারিকরা। একইসঙ্গে উচ্ছেদের প্রতিবাদে সিটি সেন্টারের সত্যজিৎ রায় সরণি অবরোধ করেন বস্তিবাসীরা। তাদের বক্তব্য, উচ্ছেদের নামে তাদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। ঘরের জিনিসপত্র, রান্না করা খাবারও মাটিতে মিশিয়ে দেওয়া হয়। বাড়ির অভিভাবকদের অনুপস্থিতিতে এ ধরনের ভাঙচুরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এলাকার মহিলারা। সব মিলিয়ে এলাকায় উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।